কাবুলে রকেট হামলায় যুক্তরাষ্ট্র দায়ী: ইরান
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার বৃষ্টির মতো রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান।
তেহরান বলেছে, এ ঘটনা আমেরিকার ছায়াযুদ্ধ এবং দেশটির পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী আইএস গোষ্ঠীর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ এটি। খবর আনাদোলুর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ইরান দূতাবাসসহ কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন।
কাবুলে শনিবার সকালে এসব রকেট হামলায় অন্তত আটজন নিহত হন এবং ৩১ জন্য গুরুতর আহত হন। একটি রকেট ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হননি।
খাতিবজাদে কাবুলের কূটনৈতিকপাড়াসহ গোটা নগরীতে ওই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এ হামলার জন্য দায়ী। তিনি আফগান সরকার ও জনগণ বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কাবুলের ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানা রকেটে দূতাবাস ভবনের কিছু ক্ষতি হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাবুলে রকেট হামলায় যুক্তরাষ্ট্র দায়ী: ইরান
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার বৃষ্টির মতো রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান।
তেহরান বলেছে, এ ঘটনা আমেরিকার ছায়াযুদ্ধ এবং দেশটির পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী আইএস গোষ্ঠীর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ এটি। খবর আনাদোলুর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ইরান দূতাবাসসহ কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন।
কাবুলে শনিবার সকালে এসব রকেট হামলায় অন্তত আটজন নিহত হন এবং ৩১ জন্য গুরুতর আহত হন। একটি রকেট ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হননি।
খাতিবজাদে কাবুলের কূটনৈতিকপাড়াসহ গোটা নগরীতে ওই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এ হামলার জন্য দায়ী। তিনি আফগান সরকার ও জনগণ বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কাবুলের ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানা রকেটে দূতাবাস ভবনের কিছু ক্ষতি হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।