ভারতে চাকরি পেতে বাবাকে গলা কেটে হত্যা বেকার ছেলের!
অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১০:০৩:০৪ | অনলাইন সংস্করণ
বাবা একটি ওয়ার্কশপের নিরাপত্তারক্ষী। সেই চাকরিটা পাওয়ার জন্য নিজের বাবাকেই খুন করে বসেছে এক বেকার ছেলে!
সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা শহরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
নিহত ব্যক্তির নাম কৃষ্ণ রাম (৫৫)। তিনি বারকাকানার সেন্ট্রাল ওয়ার্কশপের মূল নিরাপত্তারক্ষী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাবার চাকরিটা পাওয়ার জন্যই ছেলে বাবাকে খুন করেছে। বৃহস্পতিবার তার গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে কৃষ্ণ রামকে গলা কেটে হত্যা করে তার ৩৫ বছরের ছেলে। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃত ও অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
বারকাকানার পুলিশ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মাহতো জানিয়েছেন, বাবার মৃত্যুর পর ক্ষতিপূরণ হিসেবে চাকরি পায় ছেলে। সে কথা ভেবেই ছেলে বাবাকে খুনের পরিকল্পনা করে। বাবার অফিসের কাজের ক্ষেত্রেও তেমনই নিয়ম রয়েছে তা জেনেছিল ছেলে। এর পর গত বুধবার রাতে গলা কেটে বাবাকে খুন করে সে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে চাকরি পেতে বাবাকে গলা কেটে হত্যা বেকার ছেলের!
বাবা একটি ওয়ার্কশপের নিরাপত্তারক্ষী। সেই চাকরিটা পাওয়ার জন্য নিজের বাবাকেই খুন করে বসেছে এক বেকার ছেলে!
সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা শহরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
নিহত ব্যক্তির নাম কৃষ্ণ রাম (৫৫)। তিনি বারকাকানার সেন্ট্রাল ওয়ার্কশপের মূল নিরাপত্তারক্ষী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাবার চাকরিটা পাওয়ার জন্যই ছেলে বাবাকে খুন করেছে। বৃহস্পতিবার তার গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে কৃষ্ণ রামকে গলা কেটে হত্যা করে তার ৩৫ বছরের ছেলে। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃত ও অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
বারকাকানার পুলিশ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মাহতো জানিয়েছেন, বাবার মৃত্যুর পর ক্ষতিপূরণ হিসেবে চাকরি পায় ছেলে। সে কথা ভেবেই ছেলে বাবাকে খুনের পরিকল্পনা করে। বাবার অফিসের কাজের ক্ষেত্রেও তেমনই নিয়ম রয়েছে তা জেনেছিল ছেলে। এর পর গত বুধবার রাতে গলা কেটে বাবাকে খুন করে সে।