ইতালি বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি
খান রিপন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক
জমির হোসেন, ইতালি থেকে
২৪ নভেম্বর ২০২০, ১৫:২৬:০৬ | অনলাইন সংস্করণ
ইতালিতে বাংলা প্রেসক্লাবের নতুন (২০২১-২০২২) কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রেসক্লাবের এক সাধারণসভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইতালি থেকে প্রকাশিত দৈনিক প্রবাসী পত্রিকার সম্পাদক খান রিপনকে সভাপতি ও ডিবিসির ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এলিন আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান ও সাংগঠনিক সম্পাদক তারেক হাসান।
২২ নভেম্বর স্থানীয় সময় দুপুরে ইতালি রোমের ভিয়া কাপুয়া ৪-এ আয়োজিত এক সাধারণসভায় উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আঁখি সীমা কাউসার, আফজাল, হোসেন রোমান, মনিকা ইসলাম, আরিফ হোসেন, সোহাগ খান এবং জমির হোসেন।
এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে আলম শাহ, মোল্লা মনিরুজ্জামান এবং টেলিফোনে সম্মতি জানান ইউসুফ আলি, হাফিজুর রহমান মিতু, স্বপন দাস, একে জামান ও পলাশ রহমান।
সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ।
সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আনিচুজ্জামান উপস্থিত সাংবাদিকদের কাছে ক্রমান্বয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ প্রকাশ করেনি।
এর পর তিনি কমিটি গঠনের জন্য সভাপতির নাম প্রস্তাব করতে বললে এলিন আহমেদ মিঠু সদ্য সাবেক সভাপতি খান রিপনের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। একইভাবে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে শিমুল আহমেদ আমির হোসেন লিটনের নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান।
এভাবে সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম প্রস্তাব করলে সবার সম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করেন আনিচুজ্জামান।
নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে সময় চেয়ে খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। পরে মধ্যাহ্নভোজ শেষ হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের কার্যক্রম যেন আগামীতে দেশ ও বাংলা কমিউনিটির উপকারে আসে সে জন্য বিশেষ দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ধূমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতালি বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি
খান রিপন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক
ইতালিতে বাংলা প্রেসক্লাবের নতুন (২০২১-২০২২) কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রেসক্লাবের এক সাধারণসভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইতালি থেকে প্রকাশিত দৈনিক প্রবাসী পত্রিকার সম্পাদক খান রিপনকে সভাপতি ও ডিবিসির ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এলিন আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান ও সাংগঠনিক সম্পাদক তারেক হাসান।
২২ নভেম্বর স্থানীয় সময় দুপুরে ইতালি রোমের ভিয়া কাপুয়া ৪-এ আয়োজিত এক সাধারণসভায় উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আঁখি সীমা কাউসার, আফজাল, হোসেন রোমান, মনিকা ইসলাম, আরিফ হোসেন, সোহাগ খান এবং জমির হোসেন।
এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে আলম শাহ, মোল্লা মনিরুজ্জামান এবং টেলিফোনে সম্মতি জানান ইউসুফ আলি, হাফিজুর রহমান মিতু, স্বপন দাস, একে জামান ও পলাশ রহমান।
সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ।
সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আনিচুজ্জামান উপস্থিত সাংবাদিকদের কাছে ক্রমান্বয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ প্রকাশ করেনি।
এর পর তিনি কমিটি গঠনের জন্য সভাপতির নাম প্রস্তাব করতে বললে এলিন আহমেদ মিঠু সদ্য সাবেক সভাপতি খান রিপনের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। একইভাবে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে শিমুল আহমেদ আমির হোসেন লিটনের নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান।
এভাবে সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম প্রস্তাব করলে সবার সম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করেন আনিচুজ্জামান।
নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে সময় চেয়ে খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। পরে মধ্যাহ্নভোজ শেষ হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের কার্যক্রম যেন আগামীতে দেশ ও বাংলা কমিউনিটির উপকারে আসে সে জন্য বিশেষ দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ধূমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু।