চাঁদের নমুনা আনতে চীনা মিশন শুরু
চাঁদের নমুনা আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের নমুনা সংগ্রহ করে ফিরে আসবে। প্রথমবারের মতো এ নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরো সুগম করতে পারে।
আনাদলু এজেন্সি জানিয়েছে, চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে সেমাবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।
৪০ বছরের মধ্যে বিশ্বে প্রথম চাঁদের নমুনা সংগ্রহে অভিযানে গেছে মহাকাশযানটি। এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাঁদের নমুনা আনতে চীনা মিশন শুরু
চাঁদের নমুনা আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের নমুনা সংগ্রহ করে ফিরে আসবে। প্রথমবারের মতো এ নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরো সুগম করতে পারে।
আনাদলু এজেন্সি জানিয়েছে, চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে সেমাবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।
৪০ বছরের মধ্যে বিশ্বে প্রথম চাঁদের নমুনা সংগ্রহে অভিযানে গেছে মহাকাশযানটি। এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান।