ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন যিনি
শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এ তালিকায় বিশ্বের এক নম্বর ধনী হিসেবে নাম রয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস। এরপরের অবস্থানে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। সম্পত্তির হিসেবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ফলে বিশ্বের ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিল গেটস।
মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। জানুয়ারিতে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতাকেও।
ইলন মাস্কের সম্পত্তি ৭০০ কোটি ডলার থেকে বেড়ে এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে ইলন মাস্কের।
বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ারের দর বেড়ে যাওয়ায় তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও পেছনে ফেলতে পেরেছেন তিনি।
দ্য গার্ডিয়ান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন যিনি
শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এ তালিকায় বিশ্বের এক নম্বর ধনী হিসেবে নাম রয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস। এরপরের অবস্থানে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। সম্পত্তির হিসেবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ফলে বিশ্বের ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিল গেটস।
মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। জানুয়ারিতে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতাকেও।
ইলন মাস্কের সম্পত্তি ৭০০ কোটি ডলার থেকে বেড়ে এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে ইলন মাস্কের।
বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ারের দর বেড়ে যাওয়ায় তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও পেছনে ফেলতে পেরেছেন তিনি।
দ্য গার্ডিয়ান