দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন
মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
২৪ নভেম্বর ২০২০, ২২:৫১:৩৯ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সে জাহিদ হাসান জিতু নামে এক বাংলাদেশি নির্মমভাবে খুন হয়েছেন।
শুক্রবার ইস্টার্ণকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় রাতে দোকান বন্ধের পরে জিতু খাবার শেষে ঘুমিয়ে পড়েন। দোকানে রাত্রি যাপন করা কর্মচারী মালাউই নাগরিক ঘুমন্ত অবস্থায় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে মর্মান্তিভাবে হত্যা করে জিতুকে। এ সময় সে দোকানের নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। জিতু ঘটনাস্থলেই মারা যান।
জিতু মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টাঙ্গুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি ৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন।
সকালে স্থানীয় বাংলাদেশিরা দোকানে গিয়ে জিতুর লাশ দেখতে পান। তারা ঘটনাস্থলে রড, ছুরি ও হাতুড়ি জাতীয় জিনিস দেখতে পায়। কিন্তু মালাউই কর্মচারীকে দেখা যায়নি।
নিহত জিতু বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটিতে মালাউই নাগরিকসহ একসঙ্গে চাকুরি করতেন।
চলতি বছরে জিতুসহ বেশ কয়েকজন বাংলাদেশি মালাউই কর্মচারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন
দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সে জাহিদ হাসান জিতু নামে এক বাংলাদেশি নির্মমভাবে খুন হয়েছেন।
শুক্রবার ইস্টার্ণকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় রাতে দোকান বন্ধের পরে জিতু খাবার শেষে ঘুমিয়ে পড়েন। দোকানে রাত্রি যাপন করা কর্মচারী মালাউই নাগরিক ঘুমন্ত অবস্থায় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে মর্মান্তিভাবে হত্যা করে জিতুকে। এ সময় সে দোকানের নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। জিতু ঘটনাস্থলেই মারা যান।
জিতু মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টাঙ্গুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি ৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন।
সকালে স্থানীয় বাংলাদেশিরা দোকানে গিয়ে জিতুর লাশ দেখতে পান। তারা ঘটনাস্থলে রড, ছুরি ও হাতুড়ি জাতীয় জিনিস দেখতে পায়। কিন্তু মালাউই কর্মচারীকে দেখা যায়নি।
নিহত জিতু বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটিতে মালাউই নাগরিকসহ একসঙ্গে চাকুরি করতেন।
চলতি বছরে জিতুসহ বেশ কয়েকজন বাংলাদেশি মালাউই কর্মচারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে।