দ্বিতীয় দফা সংক্রমণে করোনায় আক্রান্ত বহু প্রবাসী বাংলাদেশি
হাসান তামিম, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে
২৪ নভেম্বর ২০২০, ২২:৫৯:৩৯ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাস প্রথম দফায় খুব বেশি সংখ্যক বাংলাদেশি আক্রান্ত না হলেও দ্বিতীয় দফায় অনেকে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শওকত আলী নামে একজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তবে করোনায় আক্রান্ত অধিকাংশ প্রবাসী বাংলাদেশি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রিয়া সরকার দ্বিতীয় দফায় লকডাউন দিয়েছে। এ লকডাউন চলবে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত। লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। অস্ট্রিয়ার সরকার জনসাধারণকে প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন। লকডাউন অমান্য করলে ১৪৫০ ইউরো জরিমানা করা হবে।
এদিকে ডিসেম্বরে বড়দিন এবং নববর্ষ এবার ঘরোয়াভাবে উদযাপন করতে যাচ্ছে অস্ট্রিয়ার জনগণ। ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, বড়দিন এবং নববর্ষ উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো হবে না। এছাড়া সব রেষ্টুরেন্ট, বার ও ডিস্কো বন্ধ থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দ্বিতীয় দফা সংক্রমণে করোনায় আক্রান্ত বহু প্রবাসী বাংলাদেশি
করোনাভাইরাস প্রথম দফায় খুব বেশি সংখ্যক বাংলাদেশি আক্রান্ত না হলেও দ্বিতীয় দফায় অনেকে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শওকত আলী নামে একজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তবে করোনায় আক্রান্ত অধিকাংশ প্রবাসী বাংলাদেশি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রিয়া সরকার দ্বিতীয় দফায় লকডাউন দিয়েছে। এ লকডাউন চলবে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত। লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। অস্ট্রিয়ার সরকার জনসাধারণকে প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন। লকডাউন অমান্য করলে ১৪৫০ ইউরো জরিমানা করা হবে।
এদিকে ডিসেম্বরে বড়দিন এবং নববর্ষ এবার ঘরোয়াভাবে উদযাপন করতে যাচ্ছে অস্ট্রিয়ার জনগণ। ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, বড়দিন এবং নববর্ষ উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো হবে না। এছাড়া সব রেষ্টুরেন্ট, বার ও ডিস্কো বন্ধ থাকবে।