ভারতে এবার অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন
যুগান্তর ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৭:৫১:১৯ | অনলাইন সংস্করণ
অযোধ্যাকে পুরোদস্তুর ‘রামনগরীতে’ রূপান্তরিত করার প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে গেল ভারতের উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার।
এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলেরও সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।
মঙ্গলবার যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয় বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
এরপর এক বিবৃতিতে জানানো হয়, রাজ্য সরকার অযোধ্যার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য।
এজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার সাহায্যও নেয়া হবে।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন- মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম পাল্টে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের নামে করার প্রস্তাব মঞ্জুর হয়েছে। আপনাদের সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলায় সংকল্পবদ্ধ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে এবার অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন
অযোধ্যাকে পুরোদস্তুর ‘রামনগরীতে’ রূপান্তরিত করার প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে গেল ভারতের উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার।
এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলেরও সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।
মঙ্গলবার যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয় বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
এরপর এক বিবৃতিতে জানানো হয়, রাজ্য সরকার অযোধ্যার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য।
এজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার সাহায্যও নেয়া হবে।
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন- মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম পাল্টে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের নামে করার প্রস্তাব মঞ্জুর হয়েছে। আপনাদের সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলায় সংকল্পবদ্ধ।