আমিরাত-ইসরাইল সরাসরি ফ্লাইট চলাচল শুরু
সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। ফ্লাইদুবাই নামের একটি এয়ারলাইন্স বৃহস্পতিবার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পর এই প্রথম বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র। প্রায় চার ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।
ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়। সম্প্রতি আমিরাত দেশটিতে বিদেশিদের বিনিয়োগের জন্য আইন সংস্কার করে। এতে বিদেশিরা তাদের বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মুনাফা নিতে পারবে।
করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আমিরাত ও ইসরাইলের মধ্যে চালু হওয়া সরাসরি বিমান চলাচল ভূমিকা রাখবে বলে আশা করছে দেশ দুটি। আসন্ন শীত মৌসুমে বিপুল সংখ্যক ইসরাইলি পর্যটক দুবাই ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমিরাত-ইসরাইল সরাসরি ফ্লাইট চলাচল শুরু
সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। ফ্লাইদুবাই নামের একটি এয়ারলাইন্স বৃহস্পতিবার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পর এই প্রথম বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র। প্রায় চার ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।
ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়। সম্প্রতি আমিরাত দেশটিতে বিদেশিদের বিনিয়োগের জন্য আইন সংস্কার করে। এতে বিদেশিরা তাদের বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মুনাফা নিতে পারবে।
করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আমিরাত ও ইসরাইলের মধ্যে চালু হওয়া সরাসরি বিমান চলাচল ভূমিকা রাখবে বলে আশা করছে দেশ দুটি। আসন্ন শীত মৌসুমে বিপুল সংখ্যক ইসরাইলি পর্যটক দুবাই ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।