মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান
অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ১৪:১৪:২৯ | অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন বাহিনীর বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান।
ক্ষমতার শেষ সময়ে এসে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গত সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্যে বিমান মোতায়েন করেছেন বলে গুঞ্জন চলছে। খবর আরব নিউজের।
আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুটি বোমারু বিমান গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গত শনিবার মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে। স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে– আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদের আশ্বস্ত করা।
এদিবে ইসরাইলের কয়েকটি পত্রিকা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যে আবার আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে প্রতিশোধ নিতে তেহরানও পাল্টা হামলা চালাবে ইসরাইলে। ইসরাইল জানিয়েছে, এ ব্যাপারে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন বাহিনীর বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান।
ক্ষমতার শেষ সময়ে এসে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গত সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্যে বিমান মোতায়েন করেছেন বলে গুঞ্জন চলছে। খবর আরব নিউজের।
আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুটি বোমারু বিমান গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গত শনিবার মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে। স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে– আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদের আশ্বস্ত করা।
এদিবে ইসরাইলের কয়েকটি পত্রিকা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যে আবার আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে প্রতিশোধ নিতে তেহরানও পাল্টা হামলা চালাবে ইসরাইলে। ইসরাইল জানিয়েছে, এ ব্যাপারে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে।