শাদে জাতিগত সংঘাতে নিহত ২২
আফ্রিকার দেশ শাদের দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ কথা জানান।
সোম ও মঙ্গলবার কাব্বিয়া জেলায় স্থানীয় আদিবাসী কৃষকের সঙ্গে যাযাবর পশুপালকদের ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন করে প্রাণ হারান। আহত হন আরও ৩৪ জন। এছাড়া উভয়পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বছরের পর বছর ধরে শাদের স্থানীয় আদিবাসী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। মাঝে মাঝে তা মারাত্মক রূপ নেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাদে জাতিগত সংঘাতে নিহত ২২
আফ্রিকার দেশ শাদের দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ কথা জানান।
সোম ও মঙ্গলবার কাব্বিয়া জেলায় স্থানীয় আদিবাসী কৃষকের সঙ্গে যাযাবর পশুপালকদের ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন করে প্রাণ হারান। আহত হন আরও ৩৪ জন। এছাড়া উভয়পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বছরের পর বছর ধরে শাদের স্থানীয় আদিবাসী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। মাঝে মাঝে তা মারাত্মক রূপ নেয়।