বিয়ের আসরে জামাইকে একে৪৭ উপহার, ভিডিও ভাইরাল
যুগান্তর ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ২১:২২:০০ | অনলাইন সংস্করণ
বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছে নবদম্পতি। জমকালো বিয়ে বাড়িতে অতিথিরা আসছেন। দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার।
কেউ দোয়া করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এর মধ্যেই ঘটল অবাক করার মতো ঘটনা। বরের হাতে তুলে দেয়া হল একে৪৭। তবে কাউকে খুন-হত্যা করতে নয়।
বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়েছে। এমনটা সত্যিই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে৪৭ রাইফেল। তবে আশ্চর্যের বিষয় হল এতে বর না কনে- কেউই অবাক হননি।
একে৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্বপরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ২৪এইচডি জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেয়ার সময় মিটিমিটি হাসছেন।
টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতি অংশে দেয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক। কাজ করেন সামা টিভিতে।
এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন, এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের আসরে জামাইকে একে৪৭ উপহার, ভিডিও ভাইরাল
বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছে নবদম্পতি। জমকালো বিয়ে বাড়িতে অতিথিরা আসছেন। দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার।
কেউ দোয়া করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এর মধ্যেই ঘটল অবাক করার মতো ঘটনা। বরের হাতে তুলে দেয়া হল একে৪৭। তবে কাউকে খুন-হত্যা করতে নয়।
বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়েছে। এমনটা সত্যিই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে৪৭ রাইফেল। তবে আশ্চর্যের বিষয় হল এতে বর না কনে- কেউই অবাক হননি।
একে৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্বপরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ২৪এইচডি জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেয়ার সময় মিটিমিটি হাসছেন।
টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতি অংশে দেয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক। কাজ করেন সামা টিভিতে।
এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন, এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না।