পরমাণু কার্যক্রম পরিদর্শন বন্ধ করার দাবি ইরানি এমপিদের
অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৪:২৭:৫৭ | অনলাইন সংস্করণ
ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।
ইরানের সব পার্লামেন্ট মেম্বাররা রোববার এক বিবৃতিতে এ দাবি জানান। এতে তারা বলেন, মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। খবর আলজাজিরার।
ইরানি এমপিরা বলেন, ইসরাইল-যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
তাদের মদদেই প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে দীর্ঘ আট বছর যুদ্ধ করতে হয়েছে ইরানের। ১৯৮৮ সালে শেষ হওয়া ওই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে দুই দেশেরই।
তারা ইসরাইলের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
শান্তিপূর্ণ কাজে নিয়োজিত শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করার প্রতিশোধ নেয়ার আগে আর আইএইএ পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরমাণু কার্যক্রম পরিদর্শন বন্ধ করার দাবি ইরানি এমপিদের
ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।
ইরানের সব পার্লামেন্ট মেম্বাররা রোববার এক বিবৃতিতে এ দাবি জানান। এতে তারা বলেন, মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। খবর আলজাজিরার।
ইরানি এমপিরা বলেন, ইসরাইল-যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
তাদের মদদেই প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে দীর্ঘ আট বছর যুদ্ধ করতে হয়েছে ইরানের। ১৯৮৮ সালে শেষ হওয়া ওই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে দুই দেশেরই।
তারা ইসরাইলের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
শান্তিপূর্ণ কাজে নিয়োজিত শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করার প্রতিশোধ নেয়ার আগে আর আইএইএ পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।