কাশ্মীর নিয়ে ওআইসির প্রস্তাবে ক্ষুব্ধ ও বিব্রত ভারত
যুগান্তর ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ২২:৪৫:০০ | অনলাইন সংস্করণ
জম্মু-কাশ্মীর নিয়ে মুসলিম দেশগুলোর যৌথ প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত।
রোববার ওআইসির প্রস্তাবের কড়া সমালোচনা করে দেশটি বছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই।
চলতি সপ্তাহে নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি প্রস্তাবনা গৃহীত হয়। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরাসরি এটিই প্রথম প্রস্তাব।
গত ২৭ থেকে ২৯ নভেম্বর নাইজারে ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
করোনা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবারের বৈঠকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, নাইজারের সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সব সময় বলেছি ভারতের যে কোনো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলার কোনো এখতিয়ার ওআইসির নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ওআইসির প্রস্তাবে ভারতকে নিয়ে যেসব কথা বলা হয়েছে তা তথ্যগত-ভাবে ভুল এবং অনভিপ্রেত, ফলে এ সব বক্তব্য ভারত পুরোপুরি প্রত্যাখ্যান করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাশ্মীর নিয়ে ওআইসির প্রস্তাবে ক্ষুব্ধ ও বিব্রত ভারত
জম্মু-কাশ্মীর নিয়ে মুসলিম দেশগুলোর যৌথ প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত।
রোববার ওআইসির প্রস্তাবের কড়া সমালোচনা করে দেশটি বছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই।
চলতি সপ্তাহে নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি প্রস্তাবনা গৃহীত হয়। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরাসরি এটিই প্রথম প্রস্তাব।
গত ২৭ থেকে ২৯ নভেম্বর নাইজারে ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
করোনা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবারের বৈঠকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, নাইজারের সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সব সময় বলেছি ভারতের যে কোনো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলার কোনো এখতিয়ার ওআইসির নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ওআইসির প্রস্তাবে ভারতকে নিয়ে যেসব কথা বলা হয়েছে তা তথ্যগত-ভাবে ভুল এবং অনভিপ্রেত, ফলে এ সব বক্তব্য ভারত পুরোপুরি প্রত্যাখ্যান করছে।