দলীয় কর্মীদের রোষানলে এমপি লকেট
দলীয় কর্মিসভায় এসে বিক্ষোভের মুখে পড়েছেন হুগলির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার হুগলির পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পান্ডুয়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
স্থানীরা জানায়, মঙ্গলবার বিজেপি কর্মীদের নিয়ে লকেট একটি বৈঠক করেন পাঁচগড়ায়। সেখানে লকেট ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।
বিজেপি কর্মীদের দাবি, ওই বৈঠকের পরে পাঁচগড়ার একটি কালী মন্দিরে সংসদ সদস্যের পূজা দেয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শেষে তিনি কালীমন্দিরে না যেয়ে তার গাড়িতে উঠে পড়েন। তখনই বিজেপিকর্মীরা সংসদ সদস্যের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন।
দলীয় সমর্থকরা বলছেন, গ্রামের কালী মন্দিরে এক বার যাওয়ার জন্য সংসদ সদস্যকে অনুরোধ করা হয়। কিন্তু কর্মীদের কথায় তিনি গাড়ি থেকে নামেননি।
বিজেপি নেতা গৌতম বলেন, ‘পাঁচগড়ায় একটি কর্মিসভার পর স্থানীয়দের দাবি ছিল সংসদ সদস্য কালী মন্দিরে যান। কিন্তু অন্য কর্মসূচি থাকায় তিনি সেখানে যেতে পারেননি। সে কারণে মিনিটখানেক তার গাড়ি আটকে পড়ে।’
গাড়ি আটকানোর বিষয়টি স্বীকার করে লকেট জানিয়েছেন, অনেক দেরি হওয়ায় কালী মন্দিরে যেতে পারেননি। পরে রাস্তায় কিছু ব্যক্তি গাড়ি আটকায়। দেরি হয়ে যাওয়ায় তিনি পড়ে সেখানে আবার যাবেন বলে জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দলীয় কর্মীদের রোষানলে এমপি লকেট
দলীয় কর্মিসভায় এসে বিক্ষোভের মুখে পড়েছেন হুগলির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার হুগলির পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পান্ডুয়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
স্থানীরা জানায়, মঙ্গলবার বিজেপি কর্মীদের নিয়ে লকেট একটি বৈঠক করেন পাঁচগড়ায়। সেখানে লকেট ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।
বিজেপি কর্মীদের দাবি, ওই বৈঠকের পরে পাঁচগড়ার একটি কালী মন্দিরে সংসদ সদস্যের পূজা দেয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শেষে তিনি কালীমন্দিরে না যেয়ে তার গাড়িতে উঠে পড়েন। তখনই বিজেপিকর্মীরা সংসদ সদস্যের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন।
দলীয় সমর্থকরা বলছেন, গ্রামের কালী মন্দিরে এক বার যাওয়ার জন্য সংসদ সদস্যকে অনুরোধ করা হয়। কিন্তু কর্মীদের কথায় তিনি গাড়ি থেকে নামেননি।
বিজেপি নেতা গৌতম বলেন, ‘পাঁচগড়ায় একটি কর্মিসভার পর স্থানীয়দের দাবি ছিল সংসদ সদস্য কালী মন্দিরে যান। কিন্তু অন্য কর্মসূচি থাকায় তিনি সেখানে যেতে পারেননি। সে কারণে মিনিটখানেক তার গাড়ি আটকে পড়ে।’
গাড়ি আটকানোর বিষয়টি স্বীকার করে লকেট জানিয়েছেন, অনেক দেরি হওয়ায় কালী মন্দিরে যেতে পারেননি। পরে রাস্তায় কিছু ব্যক্তি গাড়ি আটকায়। দেরি হয়ে যাওয়ায় তিনি পড়ে সেখানে আবার যাবেন বলে জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার