বিমান আটকে দিল মৌমাছি! (ভিডিও)
ভারতের কলকাতা বিমানবন্দরে দেখা গেছে ‘অবাঞ্ছিত অতিথি’। ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা বিমানবন্দরের কর্মীদের।
ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পেছনের দিকে মৌমাছির দল বসেছিল সোমবার এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার বিকাল চারটার দিকে ঘটনাটি ঘটে। শ’য়ে শ’য়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশে।
বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পুরনো হ্যাঙার রয়েছে। সেগুলোর ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গিয়েছে।
এর আগেও গেল বছর এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল। এ বছর একই ঘটনা ঘটল ভিস্তারার বিমানে।
Looks like honey pancakes inside ?
— Tarun Shukla (@shukla_tarun) November 30, 2020
Kolkata yesterday. @airvistara ? pic.twitter.com/Pu7ydGt8bY
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিমান আটকে দিল মৌমাছি! (ভিডিও)
ভারতের কলকাতা বিমানবন্দরে দেখা গেছে ‘অবাঞ্ছিত অতিথি’। ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা বিমানবন্দরের কর্মীদের।
ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পেছনের দিকে মৌমাছির দল বসেছিল সোমবার এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার বিকাল চারটার দিকে ঘটনাটি ঘটে। শ’য়ে শ’য়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশে।
বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পুরনো হ্যাঙার রয়েছে। সেগুলোর ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গিয়েছে।
এর আগেও গেল বছর এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল। এ বছর একই ঘটনা ঘটল ভিস্তারার বিমানে।
Looks like honey pancakes inside ?
— Tarun Shukla (@shukla_tarun) November 30, 2020
Kolkata yesterday. @airvistara ? pic.twitter.com/Pu7ydGt8bY