করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি প্রাণহানি
অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৫:০৪:৫৩ | অনলাইন সংস্করণ
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত এপ্রিলের পর থেকে দেশটিতে মঙ্গলবার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
বুধবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়, সেখানে নতুন করে এক লাখ ৮০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি হিসাব বলছে, মঙ্গলবার দুই হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।
গত আগে গত এপ্রিলের শেষের দিকে এর চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট এমন তথ্য দিয়েছে।
ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। থ্যাংকসগিভিংসের ছুটির কয়েকদিন পার হওয়ার পর নতুন সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
উৎসবে জমায়েত না হওয়ার পরামর্শ দেয়া হলেও লাখ লাখ আমেরিকান তাদের প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন। এখন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড ছুঁইছে।
বসন্তে দেশটিতে করোনায় নিয়মিতভাবেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৩৭ লাখ হয়েছে। আর মারা গেছেন দুই লাখ ৭০ হাজার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি প্রাণহানি
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত এপ্রিলের পর থেকে দেশটিতে মঙ্গলবার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
বুধবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়, সেখানে নতুন করে এক লাখ ৮০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি হিসাব বলছে, মঙ্গলবার দুই হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।
গত আগে গত এপ্রিলের শেষের দিকে এর চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট এমন তথ্য দিয়েছে।
ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। থ্যাংকসগিভিংসের ছুটির কয়েকদিন পার হওয়ার পর নতুন সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
উৎসবে জমায়েত না হওয়ার পরামর্শ দেয়া হলেও লাখ লাখ আমেরিকান তাদের প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন। এখন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড ছুঁইছে।
বসন্তে দেশটিতে করোনায় নিয়মিতভাবেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৩৭ লাখ হয়েছে। আর মারা গেছেন দুই লাখ ৭০ হাজার।