পরমাণু সমৃদ্ধকরণে আইন পাস ইরানের
শীর্ষ পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ার পর নিজের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইরান।
বুধবার পার্লামেন্টে অনুমোদন হওয়া নতুন আইনের অধীন অস্ত্রের-ধাপের জ্বালানিতে নিয়ে যেতে দেশটি তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নিউইয়র্ক টাইমস ও বিবিসির খবরে এমন তথ্য মিলেছে।
অর্থনীতিকে পঙ্গু করে দেয়া মার্কিন নিষেধাজ্ঞা যদি মাস দুয়েকের মধ্যে তুলে নেয়া না হয়, তবে নতুন আইন অনুসারে সরকার ২০ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তি অনুসারে তিন দশমিক ৬৭ শতাংশের বেশি সমৃদ্ধকরণ না করতে সম্মত হয়েছিল ইরান।
তবে নতুন আইন বাস্তবায়নের বিরোধিতার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শুক্রবার রাজধানী তেহরানের বাইরে একটি সড়কে রহস্যজনক হামলার শিকার হয়ে নিহত হন বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেহ।
ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তবে তাদের এই তৎপরতা শান্তিপূর্ণ বলেই দাবি করেছে দেশটি।
গার্ডিয়ান কাউন্সিল বা সুরা নেগাহবান আইনটিতে অনুমোদন দিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরমাণু সমৃদ্ধকরণে আইন পাস ইরানের
শীর্ষ পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ার পর নিজের পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইরান।
বুধবার পার্লামেন্টে অনুমোদন হওয়া নতুন আইনের অধীন অস্ত্রের-ধাপের জ্বালানিতে নিয়ে যেতে দেশটি তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নিউইয়র্ক টাইমস ও বিবিসির খবরে এমন তথ্য মিলেছে।
অর্থনীতিকে পঙ্গু করে দেয়া মার্কিন নিষেধাজ্ঞা যদি মাস দুয়েকের মধ্যে তুলে নেয়া না হয়, তবে নতুন আইন অনুসারে সরকার ২০ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তি অনুসারে তিন দশমিক ৬৭ শতাংশের বেশি সমৃদ্ধকরণ না করতে সম্মত হয়েছিল ইরান।
তবে নতুন আইন বাস্তবায়নের বিরোধিতার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শুক্রবার রাজধানী তেহরানের বাইরে একটি সড়কে রহস্যজনক হামলার শিকার হয়ে নিহত হন বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেহ।
ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তবে তাদের এই তৎপরতা শান্তিপূর্ণ বলেই দাবি করেছে দেশটি।
গার্ডিয়ান কাউন্সিল বা সুরা নেগাহবান আইনটিতে অনুমোদন দিয়েছে।