প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা তিন সাবেক প্রেসিডেন্টের
অনলাইন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ২২:৫৫:২৮ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসর ভ্যাকসিন নিতে মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত- উভয় ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটি।
বুধবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। এ দিন দেশটিতে করোনায় আক্রান্ত এক লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় দুই হাজার ৮শ'র বেশি মানুষের।
একইসঙ্গে করোনাভাইরাসে সবচেয়ে বেশি গুজব ছড়ানোও হয়েছে দেশটিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এসেও আক্রান্ত ও মৃত্যুতে উপরের দিকে যুক্তরাষ্ট্রের নাম। এ কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটিতে করোনায় আরও আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। সিএনএন।
সাধারণ ও স্বল্পশিক্ষিত আমেরিকানদের মনে ভ্যাকসিনের প্রতি অনীহা এনেছে। এটি অনুধাবন করতে পারছেন দেশটির সচেতন মানুষ থেকে বিশেষজ্ঞরা। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন। এ কারণে তারা প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন এবং পিভি ক্যামেরায় সেটি প্রচার করা হবে। এতে করে ভ্যাকসিন যে নিরাপদ ও এতে কোনো ধরনের জালিয়াতি নেই সে আস্থা তৈরি হবে এবং মানুষ টিকা নিতে উৎসাহী হবে।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। তার নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবেলা ছিল প্রধান প্রতিশ্রুতি। সব আমেরিকানের জন্য টিকা নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছিলেন তিনি।
বর্তমানে শীতকালে যুক্তরাষ্ট্রে আরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বাইডেন বলেন, আগের পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে আরও বেশি মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। সংক্রমণ বেড়েছে এবং অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক অনলাইন বৈঠকে ক্রিসমাসে মানুষকে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন বাইডেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা তিন সাবেক প্রেসিডেন্টের
করোনাভাইরাসর ভ্যাকসিন নিতে মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত- উভয় ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটি।
বুধবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। এ দিন দেশটিতে করোনায় আক্রান্ত এক লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় দুই হাজার ৮শ'র বেশি মানুষের।
একইসঙ্গে করোনাভাইরাসে সবচেয়ে বেশি গুজব ছড়ানোও হয়েছে দেশটিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এসেও আক্রান্ত ও মৃত্যুতে উপরের দিকে যুক্তরাষ্ট্রের নাম। এ কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটিতে করোনায় আরও আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। সিএনএন।
সাধারণ ও স্বল্পশিক্ষিত আমেরিকানদের মনে ভ্যাকসিনের প্রতি অনীহা এনেছে। এটি অনুধাবন করতে পারছেন দেশটির সচেতন মানুষ থেকে বিশেষজ্ঞরা। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন। এ কারণে তারা প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন এবং পিভি ক্যামেরায় সেটি প্রচার করা হবে। এতে করে ভ্যাকসিন যে নিরাপদ ও এতে কোনো ধরনের জালিয়াতি নেই সে আস্থা তৈরি হবে এবং মানুষ টিকা নিতে উৎসাহী হবে।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। তার নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবেলা ছিল প্রধান প্রতিশ্রুতি। সব আমেরিকানের জন্য টিকা নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছিলেন তিনি।
বর্তমানে শীতকালে যুক্তরাষ্ট্রে আরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বাইডেন বলেন, আগের পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে আরও বেশি মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। সংক্রমণ বেড়েছে এবং অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক অনলাইন বৈঠকে ক্রিসমাসে মানুষকে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন বাইডেন।