তুর্কি নেতার সম্মানে আজারবাইজানের বিজয় দিবস পরিবর্তন
অনলাইন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ২২:১৬:০৭ | অনলাইন সংস্করণ

আর্মেনিয়ার বিপক্ষে নাগারনো-কারাবাখ নিয়ে যুদ্ধে ১০ নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। এজন্যপ্রতি বছর ১০ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দু’দিন পিছিয়ে আজারবাইজান ৮ নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে।
এছাড়া নাগারনো-কারাবাখপুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি। এখন থেকে প্রতি বছর ৮ নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন।
আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, ‘কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয়’।
আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কবলেছিলেন, ‘আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ। তাদের দুঃখই আমাদের দুঃখ।’
সূত্র: ডেইলি সাবাহ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তুর্কি নেতার সম্মানে আজারবাইজানের বিজয় দিবস পরিবর্তন

আর্মেনিয়ার বিপক্ষে নাগারনো-কারাবাখ নিয়ে যুদ্ধে ১০ নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। এজন্য প্রতি বছর ১০ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দু’দিন পিছিয়ে আজারবাইজান ৮ নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে।
এছাড়া নাগারনো-কারাবাখ পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি। এখন থেকে প্রতি বছর ৮ নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন।
আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, ‘কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয়’।
আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক বলেছিলেন, ‘আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ। তাদের দুঃখই আমাদের দুঃখ।’
সূত্র: ডেইলি সাবাহ