টুইটারে সবাইকে ‘আনফলো’ করলেন ইমরান খান
সোশ্যাল মিডিয়া ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮:১৮ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে যাদের ফলো করতেন, তাদের সবাইকে এখন আনফলো বাবাদদিয়ে দিয়েছেন।
এর আগে ইমরান খান তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ, সাংবাদিক হামিদ মিরের মতো ১৯টি অ্যাকাউন্ট ফলো করতেন। খবর পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
প্রতিবেদনে বলা হয়, সোমবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সবাইকে আনফলো করে দেন ইমরান। এর আগে তিনি শুধু সাংবাদিক হামিদ মিরকে আনফলো করতেন। হামিদ মির সরকারের নানা বিষয়ে সমালোচনা করায় ইমরান খান তাকে আনফলো করে দেন।
টুইটারে ইমরান খানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখেরও বেশি।
এর আগে ইমরান খান যেসব অ্যাকাউন্ট ফলো করছিলেন, তার মধ্যে ছিল তার দল তেহরিক-ই-ইনসাফ, শাওকত খানুম ও নামাল, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ, মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি। এছাড়াও নিজেরদলের নেতা আসাদ উমর, জাহাঙ্গির খান তারিন, নাইম উল হক প্রমুখের অ্যাকাউন্ট ফলো করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টুইটারে সবাইকে ‘আনফলো’ করলেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে যাদের ফলো করতেন, তাদের সবাইকে এখন আনফলো বা বাদ দিয়ে দিয়েছেন।
এর আগে ইমরান খান তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ, সাংবাদিক হামিদ মিরের মতো ১৯টি অ্যাকাউন্ট ফলো করতেন। খবর পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
প্রতিবেদনে বলা হয়, সোমবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সবাইকে আনফলো করে দেন ইমরান। এর আগে তিনি শুধু সাংবাদিক হামিদ মিরকে আনফলো করতেন। হামিদ মির সরকারের নানা বিষয়ে সমালোচনা করায় ইমরান খান তাকে আনফলো করে দেন।
টুইটারে ইমরান খানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখেরও বেশি।
এর আগে ইমরান খান যেসব অ্যাকাউন্ট ফলো করছিলেন, তার মধ্যে ছিল তার দল তেহরিক-ই-ইনসাফ, শাওকত খানুম ও নামাল, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ, মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি। এছাড়াও নিজের দলের নেতা আসাদ উমর, জাহাঙ্গির খান তারিন, নাইম উল হক প্রমুখের অ্যাকাউন্ট ফলো করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।