ইরানে মোসাদকে ধন্যবাদ জানিয়ে ব্যানার ভাইরাল
অনলাইন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২০, ১০:০৩:৫১ | অনলাইন সংস্করণ
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের পর তেহরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ধন্যবাদ জানিয়ে দেশটির পতাকা টাঙানোর ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ২৭ নভেম্বর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহতের ১০ দিন পর এ ধরনের খবর প্রকাশ করে ইসরাইলের কয়েকটি গণমাধ্যম।
এর পর থেকে এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।-খবর জেরুজালেম পোস্ট ও আল আরাবিয়ার।
তবে এ ব্যাপারে ইরানের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইরানের ছদ্মনাম ব্যবহার করা এক সোশ্যাল মিডিয়া কর্মী ভাহিদ অনলাইন নামে একটি পোর্টালে দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন।
সেখানে দেখা যায়, তেহরানে পায়ে হেঁটে চলা একটি ব্রিজে ইসরাইলি পতাকা সাঁটানো হয়েছে। ভাহিদ অনলাইন বলছে, তেহরানের তেহরানপার্স এরিয়া থেকে এই ছবি তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরাইলি ওই পতাকার সঙ্গে ইংরেজি ভাষায় একটি ব্যানারও লেখা ছিল। সেখানে বলা হয়, ‘থ্যাংক ইউ মোসাদ’।
সম্প্রতি ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইল বহুদিন ধরেই বলে আসছিল, ইরানের সামরিক কর্মসূচির মূল স্থপতি হচ্ছেন ফাখরিজাদেহ।
গত ২৭ নভেম্বর রাতে তেহরানের কাছে একটি আত্মঘাতী হামলায় তাকে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। তবে ইসরাইল এ হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইরানে মোসাদকে ধন্যবাদ জানিয়ে ব্যানার ভাইরাল
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের পর তেহরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ধন্যবাদ জানিয়ে দেশটির পতাকা টাঙানোর ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ২৭ নভেম্বর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহতের ১০ দিন পর এ ধরনের খবর প্রকাশ করে ইসরাইলের কয়েকটি গণমাধ্যম।
এর পর থেকে এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।-খবর জেরুজালেম পোস্ট ও আল আরাবিয়ার।
তবে এ ব্যাপারে ইরানের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইরানের ছদ্মনাম ব্যবহার করা এক সোশ্যাল মিডিয়া কর্মী ভাহিদ অনলাইন নামে একটি পোর্টালে দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন।
সেখানে দেখা যায়, তেহরানে পায়ে হেঁটে চলা একটি ব্রিজে ইসরাইলি পতাকা সাঁটানো হয়েছে। ভাহিদ অনলাইন বলছে, তেহরানের তেহরানপার্স এরিয়া থেকে এই ছবি তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরাইলি ওই পতাকার সঙ্গে ইংরেজি ভাষায় একটি ব্যানারও লেখা ছিল। সেখানে বলা হয়, ‘থ্যাংক ইউ মোসাদ’।
সম্প্রতি ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইল বহুদিন ধরেই বলে আসছিল, ইরানের সামরিক কর্মসূচির মূল স্থপতি হচ্ছেন ফাখরিজাদেহ।
গত ২৭ নভেম্বর রাতে তেহরানের কাছে একটি আত্মঘাতী হামলায় তাকে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। তবে ইসরাইল এ হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।