ক্রীড়া উপমন্ত্রী হলেন ১৯ বছর বয়সী নারী ফুটবলার
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১৩:৪৮:৫৩ | অনলাইন সংস্করণ
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় চমক দেখালেন সিয়েলো ভিজাগা নামে দেশটির এক নারী ফুটবলার।
মাত্র ১৯ বছর বয়সেই দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
ফুটবলের জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বলিভিয়ার ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) সিয়েলো ভিজাগাকে এ দায়িত্ব দিয়েছে।
এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স জানিয়েছেন, বলিভিয়ার ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির স্বার্থে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে ১৯ বছর বয়সী নারী ফুটবলার সিয়েলোকে ক্রীড়া উপমন্ত্রী করার সিদ্ধান্ত অন্যতম।
এদিকে দায়িত্ব পেয়ে প্রথম ভাষণে সিয়েলো ভিজাগা বলেন, যে কোনো মহামারীর বিরুদ্ধে সেরা ওষুধ হচ্ছে খেলাধুলা। কোনো দেশকে একত্রিত করতে, একমতে প্রতিষ্ঠিত করতে সেরা রেসিপি হচ্ছে খেলাধুলা। বলিভিয়ার খেলার উন্নয়নে আমি তরুণ ক্রীড়াবিদদের নিয়ে কাজ করব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্রীড়া উপমন্ত্রী হলেন ১৯ বছর বয়সী নারী ফুটবলার
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় চমক দেখালেন সিয়েলো ভিজাগা নামে দেশটির এক নারী ফুটবলার।
মাত্র ১৯ বছর বয়সেই দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
ফুটবলের জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বলিভিয়ার ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) সিয়েলো ভিজাগাকে এ দায়িত্ব দিয়েছে।
এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স জানিয়েছেন, বলিভিয়ার ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির স্বার্থে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে ১৯ বছর বয়সী নারী ফুটবলার সিয়েলোকে ক্রীড়া উপমন্ত্রী করার সিদ্ধান্ত অন্যতম।
এদিকে দায়িত্ব পেয়ে প্রথম ভাষণে সিয়েলো ভিজাগা বলেন, যে কোনো মহামারীর বিরুদ্ধে সেরা ওষুধ হচ্ছে খেলাধুলা। কোনো দেশকে একত্রিত করতে, একমতে প্রতিষ্ঠিত করতে সেরা রেসিপি হচ্ছে খেলাধুলা। বলিভিয়ার খেলার উন্নয়নে আমি তরুণ ক্রীড়াবিদদের নিয়ে কাজ করব।