ইসরাইলকে আলোচনায় বসার আহ্বান ফিলিস্তিনের
ইসরাইলকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি।
মার্কিন প্রশাসন বদলের আগে শনিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি ইহুদিবাদী দেশটির প্রতি এ আহ্বান জানান। খবর আরব নিউজের।
তিনি ওই আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলন করেন। সেখানে রিয়াদ আল-মালকি বলেন, জো বাইডেনের প্রশাসনের সঙ্গে দ্বিরাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে আলোচনার জন্য ফিলিস্তিনি নেতারা অধীর আগ্রহে বসে আছেন।
তার আগে অবশ্যই ইসরাইলকে ১৯৬৭ সালের পর দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বাধা দূর করতে হবে।
তিনি এ ব্যাপারে কায়রো ও আম্মানকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইলকে আলোচনায় বসার আহ্বান ফিলিস্তিনের
ইসরাইলকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি।
মার্কিন প্রশাসন বদলের আগে শনিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি ইহুদিবাদী দেশটির প্রতি এ আহ্বান জানান। খবর আরব নিউজের।
তিনি ওই আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলন করেন। সেখানে রিয়াদ আল-মালকি বলেন, জো বাইডেনের প্রশাসনের সঙ্গে দ্বিরাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে আলোচনার জন্য ফিলিস্তিনি নেতারা অধীর আগ্রহে বসে আছেন।
তার আগে অবশ্যই ইসরাইলকে ১৯৬৭ সালের পর দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দিতে হবে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বাধা দূর করতে হবে।
তিনি এ ব্যাপারে কায়রো ও আম্মানকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।