আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী দলের
অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৪২:২২ | অনলাইন সংস্করণ
বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ ঘিরে ছয় সপ্তাহের রক্তাক্ত সংঘাতের অবসানে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল।
বিক্ষুব্ধ বিরোধী দলের নেতাকর্মীরা মঙ্গলবার রাজধানী এরেভানে রিপাবলিকান স্কোয়ারে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ ছাড়া তারা আইন ও বিচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ব্যাপক বিক্ষোভ মিছিল করেন। খবর ইয়েনি সাফাকের।
আর্মেনিয়ার বিরোধী দলের দাবি, পাশিনিয়ানের অদক্ষতার জন্যই রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে হয়েছে।
সংঘাত ও সেনাসদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রদত্যাগের চাপ সৃষ্টি করে যাচ্ছেন। একপর্যায়ে তারা মঙ্গলবার এরেভান-ভেনাডজর মহাসড়ক অবরোধ করেন।
বিরোধীদলীয় নেতা ভেজজেন মানুকতান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিটি মূহুর্তই সংকটময়। মানুষকে আর কষ্ট না দিয়ে পদত্যাগ করুন।
৪৪ দিন যুদ্ধের পর সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয়-বহুল এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে।
এমনকি ১৯৯০-পরবর্তী সময়ে তারা যে ছয় জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী দলের
বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ ঘিরে ছয় সপ্তাহের রক্তাক্ত সংঘাতের অবসানে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল।
বিক্ষুব্ধ বিরোধী দলের নেতাকর্মীরা মঙ্গলবার রাজধানী এরেভানে রিপাবলিকান স্কোয়ারে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ ছাড়া তারা আইন ও বিচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ব্যাপক বিক্ষোভ মিছিল করেন। খবর ইয়েনি সাফাকের।
আর্মেনিয়ার বিরোধী দলের দাবি, পাশিনিয়ানের অদক্ষতার জন্যই রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে হয়েছে।
সংঘাত ও সেনাসদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রদত্যাগের চাপ সৃষ্টি করে যাচ্ছেন। একপর্যায়ে তারা মঙ্গলবার এরেভান-ভেনাডজর মহাসড়ক অবরোধ করেন।
বিরোধীদলীয় নেতা ভেজজেন মানুকতান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিটি মূহুর্তই সংকটময়। মানুষকে আর কষ্ট না দিয়ে পদত্যাগ করুন।
৪৪ দিন যুদ্ধের পর সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয়-বহুল এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে।
এমনকি ১৯৯০-পরবর্তী সময়ে তারা যে ছয় জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে।