আমিরাতে বিনামূল্যে ফাইজারের টিকা প্রদান
ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
২৫ ডিসেম্বর ২০২০, ২২:১৫:১৮ | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে বিনামূল্যে জনসাধারণকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রদান শুরু করেছে দুবাই সরকার। টিকা প্রদানের এ খবর জানিয়েছে আমিরাতের দুর্যোগ ও সংকট মোকাবেলার সর্বোচ্চ বিভাগ।
দুবাইয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার থেকে করোনা মহমারী প্রতিরোধে টিকা প্রদান শুরু হয়েছে। ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্র ও জার্মানভিত্তিক ফাইজার-বায়োএনটেকে কোম্পানি যৌথ উদ্যোগে করোনা টিকা প্রস্তুত করে।
ইতোমধ্যে তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশসহ ৪৫টির বেশি দেশে অনুমোদন পেয়েছে। করোনা প্রতিরোধে এ টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর বলে পরিসংখ্যানে জানা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমিরাতে বিনামূল্যে ফাইজারের টিকা প্রদান
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে বিনামূল্যে জনসাধারণকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রদান শুরু করেছে দুবাই সরকার। টিকা প্রদানের এ খবর জানিয়েছে আমিরাতের দুর্যোগ ও সংকট মোকাবেলার সর্বোচ্চ বিভাগ।
দুবাইয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার থেকে করোনা মহমারী প্রতিরোধে টিকা প্রদান শুরু হয়েছে। ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জনসাধারণের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্র ও জার্মানভিত্তিক ফাইজার-বায়োএনটেকে কোম্পানি যৌথ উদ্যোগে করোনা টিকা প্রস্তুত করে।
ইতোমধ্যে তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশসহ ৪৫টির বেশি দেশে অনুমোদন পেয়েছে। করোনা প্রতিরোধে এ টিকা শতকরা ৯৫ ভাগ কার্যকর বলে পরিসংখ্যানে জানা যায়।