দুবাইয়ে নববর্ষের অনুষ্ঠানে জমায়েত হলে ৫০ হাজার দিরহাম জরিমানা
ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
২৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৮:৩১ | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে নতুন বছরের অনুষ্ঠানে ভিড় করে সরকারের বেঁধে দেয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এবারের নিউ ইয়ারে দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষ জমায়েত হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।
যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
পারিবারিকভাবে স্বল্পপরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুবাইয়ে নববর্ষের অনুষ্ঠানে জমায়েত হলে ৫০ হাজার দিরহাম জরিমানা
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে নতুন বছরের অনুষ্ঠানে ভিড় করে সরকারের বেঁধে দেয়া নিয়ম লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এবারের নিউ ইয়ারে দুবাইয়ে ৩০ জনের বেশি মানুষ জমায়েত হলে অনুষ্ঠানের আয়োজককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।
যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের প্রত্যেককে ১৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
করোনা বিধিমালা মেনে আনন্দ করার ব্যাপারে কোনো বাধা নেই। কেউ যেন করোনা বিধি লঙ্ঘন না করে, সে ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
পারিবারিকভাবে স্বল্পপরিসরে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ব্যক্তির সংখ্যা ৩০ জনের কম হতে হবে। মাস্ক পরে থাকতে হবে সবাইকে। এছাড়া পুরো সময় একে অন্যের কাছ থেকে অন্তত চার স্কয়ার মিটার দূরে অবস্থান করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা।