ইতালিতে প্রথম টিকা নিলেন স্পালানজানির তিনজন
জমির হোসেন, ইতালি থেকে
২৯ ডিসেম্বর ২০২০, ২২:২১:০৯ | অনলাইন সংস্করণ
ইতালির রোমে প্রথম এন্টি-কোভিড টিকা নিলেন স্পালানজানি হাসপাতালের তিন ইতালিয়ান। তারা হলেন- প্রফেসর মারিয়া রোজারিয়া কাপোবিয়ানঙ্কি, নার্স ক্লাউডিয়া আলিভেরনিনি এবং স্বাস্থ্য ও সমাজসেবক ওমর আলতোবেল্লি। রোমের স্প্যালানজানি জাতীয় সংক্রামক রোগ ইন্সটিটিউটে তিনজনের শরীরে কোভিড-১৯ টিকা দেয়া হয়।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি বলেন, আজ ইতালি নতুন করে জেগেছে এই দিনটি ভি-ডে অর্থাৎ ভ্যাকসিনের দিন। আজকের এই দিনটি তাদের চিরকাল মনে থাকবে। তিনি বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মী ও যারা চরম ভঙ্গুর অবস্থায় তাদের দিয়ে শুরু করা হয়েছে টিকা। এরপরে পুরো জনগণ।
রোমের স্প্যালানজানিতে প্রথম তিনটি টিকা দেয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, এটি এমন একটি দিন, আমরা এ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আলো আসছে, তবে আমাদের আরও কয়েক মাস ধৈর্য্য ধরতে হবে। এখনও সমস্যা শেষ হয়নি। তাই আমাদের সর্বদা নিয়মকে সম্মান করে চলতে হবে।
ভ্যাকসিন দিবসে ইউরোপের দেশগুলিতে ফাইজার-বায়োএনটেকের ৯ হাজার ৭৫০ ডোজ বিতরণ শুরু হয়েছে। তাই এটিকে একটি ‘প্রতীকী’ সংখ্যা হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নোটে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর থেকে শুরু হলো প্রতি সপ্তাহে প্রায় ৪শ’ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন ইতালিতে পৌঁছার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতালিতে প্রথম টিকা নিলেন স্পালানজানির তিনজন
ইতালির রোমে প্রথম এন্টি-কোভিড টিকা নিলেন স্পালানজানি হাসপাতালের তিন ইতালিয়ান। তারা হলেন- প্রফেসর মারিয়া রোজারিয়া কাপোবিয়ানঙ্কি, নার্স ক্লাউডিয়া আলিভেরনিনি এবং স্বাস্থ্য ও সমাজসেবক ওমর আলতোবেল্লি। রোমের স্প্যালানজানি জাতীয় সংক্রামক রোগ ইন্সটিটিউটে তিনজনের শরীরে কোভিড-১৯ টিকা দেয়া হয়।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি বলেন, আজ ইতালি নতুন করে জেগেছে এই দিনটি ভি-ডে অর্থাৎ ভ্যাকসিনের দিন। আজকের এই দিনটি তাদের চিরকাল মনে থাকবে। তিনি বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মী ও যারা চরম ভঙ্গুর অবস্থায় তাদের দিয়ে শুরু করা হয়েছে টিকা। এরপরে পুরো জনগণ।
রোমের স্প্যালানজানিতে প্রথম তিনটি টিকা দেয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, এটি এমন একটি দিন, আমরা এ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আলো আসছে, তবে আমাদের আরও কয়েক মাস ধৈর্য্য ধরতে হবে। এখনও সমস্যা শেষ হয়নি। তাই আমাদের সর্বদা নিয়মকে সম্মান করে চলতে হবে।
ভ্যাকসিন দিবসে ইউরোপের দেশগুলিতে ফাইজার-বায়োএনটেকের ৯ হাজার ৭৫০ ডোজ বিতরণ শুরু হয়েছে। তাই এটিকে একটি ‘প্রতীকী’ সংখ্যা হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নোটে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর থেকে শুরু হলো প্রতি সপ্তাহে প্রায় ৪শ’ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন ইতালিতে পৌঁছার সম্ভাবনা রয়েছে।