ভারতে চীনা আগ্রাসন নিয়ে আইন পাস করল যুক্তরাষ্ট্র
যুগান্তর ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ১৯:৩১:১৩ | অনলাইন সংস্করণ
ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসনবিরোধী একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হয়েছে।
ট্রাম্পের ভেটো উপেক্ষা করে ৭৪ হাজার কোটি ডলারের সামরিক বাজেট কংগ্রেসে পাস হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি আইনে পরিণত হয়।
মার্কিন সামরিক বাজেট আইনের একটি প্রস্তাবনা ছিল লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতের বিরুদ্ধে চীনের আগ্রসন বন্ধ করতে হবে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
মার্কিন প্রতিরক্ষা বিলে চীন সরকারকে উদ্দেশ করে ভারত-চীন সীমান্ত-লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতবিরোধী আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়।
গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে চীন ও ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। জুনে দেশ দুটির সীমান্ত সংঘাতে প্রাণ যায় ২০ ভারতীয় সেনার।
ওই সময় চীনেরও সেনা হতাহতের দাবি করেছিল ভারত। তবে চীন তা স্বীকার করেনি। তখন থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে চীন-ভারত শান্তি বৈঠক হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই দেশেরই বাড়তি সেনা মোতায়েন রয়েছে বরফ ও পাহাড়বেষ্টিত বিপজ্জনক সীমান্তে।
এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বিল আইনে পরিণত হওয়া ও সেখানে চীনকে আগ্রাসন বন্ধ করতে বলার বিষয়টি ভারতের জন্য ইতিবাচক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে চীনা আগ্রাসন নিয়ে আইন পাস করল যুক্তরাষ্ট্র
ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসনবিরোধী একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হয়েছে।
ট্রাম্পের ভেটো উপেক্ষা করে ৭৪ হাজার কোটি ডলারের সামরিক বাজেট কংগ্রেসে পাস হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি আইনে পরিণত হয়।
মার্কিন সামরিক বাজেট আইনের একটি প্রস্তাবনা ছিল লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতের বিরুদ্ধে চীনের আগ্রসন বন্ধ করতে হবে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
মার্কিন প্রতিরক্ষা বিলে চীন সরকারকে উদ্দেশ করে ভারত-চীন সীমান্ত-লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতবিরোধী আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়।
গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে চীন ও ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। জুনে দেশ দুটির সীমান্ত সংঘাতে প্রাণ যায় ২০ ভারতীয় সেনার।
ওই সময় চীনেরও সেনা হতাহতের দাবি করেছিল ভারত। তবে চীন তা স্বীকার করেনি। তখন থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে চীন-ভারত শান্তি বৈঠক হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই দেশেরই বাড়তি সেনা মোতায়েন রয়েছে বরফ ও পাহাড়বেষ্টিত বিপজ্জনক সীমান্তে।
এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বিল আইনে পরিণত হওয়া ও সেখানে চীনকে আগ্রাসন বন্ধ করতে বলার বিষয়টি ভারতের জন্য ইতিবাচক।