মালয়েশিয়ায় হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরি নোটিশ
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
০৪ জানুয়ারি ২০২১, ২২:১৪:২৬ | অনলাইন সংস্করণ
প্রবাসী বাংলাদেশিদের জরুরি সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের কয়েকজন কর্মচারীর কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংয়ের পাসপোর্ট সেবা কেন্দ্র স্যানিটাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এমতাবস্থায় ৬ জানুয়ারি থেকে পুনরায় আম্পাংয়ের অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে বলে ৩ জানুয়ারি প্রথম সচিব ও দূতালয়প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে। ইতোমধ্যে যারা ৬ জানুয়ারি বা তার পরবর্তী সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন তা বহাল থাকবে।
বিগত ১, ৪ ও ৫ জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারীগণকে অনুগ্রহপূর্বক নিজ নিজ সুবিধাজনক দিনে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া আগামী ০৯-১০ জানুয়ারি ক্যামেরন হাইল্যান্ড ও মুয়ারে পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে। এ বিষয়ে নিচের লিংক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে-
http://appointment.bdhckl.gov.bd/other
উল্লেখ্য, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতীত পাসপোর্ট ডেলিভারি সম্ভব নয় বিধায় নির্ধারিত তারিখের অন্ততপক্ষে তিন দিন পূর্বে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রবাসী ভাইবোনদের অনুরোধ করা হয়েছে।
হাইকমিশনে এবং পাসপোর্ট সেবা কেন্দ্রসমূহে আগত সব সেবাপ্রত্যাশীকে মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরি নোটিশ
প্রবাসী বাংলাদেশিদের জরুরি সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের কয়েকজন কর্মচারীর কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংয়ের পাসপোর্ট সেবা কেন্দ্র স্যানিটাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এমতাবস্থায় ৬ জানুয়ারি থেকে পুনরায় আম্পাংয়ের অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে বলে ৩ জানুয়ারি প্রথম সচিব ও দূতালয়প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে। ইতোমধ্যে যারা ৬ জানুয়ারি বা তার পরবর্তী সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন তা বহাল থাকবে।
বিগত ১, ৪ ও ৫ জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকারীগণকে অনুগ্রহপূর্বক নিজ নিজ সুবিধাজনক দিনে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া আগামী ০৯-১০ জানুয়ারি ক্যামেরন হাইল্যান্ড ও মুয়ারে পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে। এ বিষয়ে নিচের লিংক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে-
http://appointment.bdhckl.gov.bd/other
উল্লেখ্য, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতীত পাসপোর্ট ডেলিভারি সম্ভব নয় বিধায় নির্ধারিত তারিখের অন্ততপক্ষে তিন দিন পূর্বে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রবাসী ভাইবোনদের অনুরোধ করা হয়েছে।
হাইকমিশনে এবং পাসপোর্ট সেবা কেন্দ্রসমূহে আগত সব সেবাপ্রত্যাশীকে মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।