ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
অনলাইন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ১৮:২১:৩২ | অনলাইন সংস্করণ
দক্ষিণ সিরিয়ায় টানা ১০ দিনের ব্যবধানে বুধবার তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইরানের রেভ্যুলেশন বাহিনীর ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়। এসব ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, গোলান মালভূমির কয়েকটি স্থানে এ হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ধ্বংস করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকটি দালানে আগুন জ্বলতে দেখা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দক্ষিণ অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলার জবাব দিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
দক্ষিণ সিরিয়ায় টানা ১০ দিনের ব্যবধানে বুধবার তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইরানের রেভ্যুলেশন বাহিনীর ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়। এসব ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, গোলান মালভূমির কয়েকটি স্থানে এ হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ধ্বংস করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকটি দালানে আগুন জ্বলতে দেখা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দক্ষিণ অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলার জবাব দিয়েছে।