মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০২৭, মৃত্যু ৮
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
০৭ জানুয়ারি ২০২১, ২১:৫১:১৬ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩,০২৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। এর আগের দিন ৬ জানুয়ারি বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৫৯৩ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন। দেশটিতে কড়া বিধিনিষেধের পরও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২৮,৪৬৫ জনে। মৃত্যুবরণ করেছে ৫২১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৭২৩ জন।
এদিকে বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান ইপুহ এলাকায় একটি কন্সট্রাকশন প্রজেক্টে করোনা পজিটিভ রোগী শনাক্তের পর পুরো প্রজেক্টটি বন্ধ করে দেয়া হয়েছে। নেয়া হয়েছে প্রজেক্টে কর্মরত প্রায় দেড় শতাধিক শ্রমিককে কোয়ারেন্টিনে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০২৭, মৃত্যু ৮
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩,০২৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। এর আগের দিন ৬ জানুয়ারি বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৫৯৩ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন। দেশটিতে কড়া বিধিনিষেধের পরও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২৮,৪৬৫ জনে। মৃত্যুবরণ করেছে ৫২১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৭২৩ জন।
এদিকে বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান ইপুহ এলাকায় একটি কন্সট্রাকশন প্রজেক্টে করোনা পজিটিভ রোগী শনাক্তের পর পুরো প্রজেক্টটি বন্ধ করে দেয়া হয়েছে। নেয়া হয়েছে প্রজেক্টে কর্মরত প্রায় দেড় শতাধিক শ্রমিককে কোয়ারেন্টিনে।