ভারতে ঢুকে পড়ল চীনা সৈনিক
প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় চীনের এক সেনাসদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে ভারত।
শুক্রবার লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ এলাকা রেজাং লা থেকে চীনের এক সৈন্যকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।
বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় সেখানে মোতায়েন ভারতীয় জওয়ানরা তাকে আটক করে। কী কারণে ওই সেনা সীমান্ত পার করেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনা সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে।
গত মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ড থেকে চীনা সেনাকে আটক করা হয়েছে। এর আগে অক্টোবরে ডেমচক সেক্টর দিয়ে অনুপ্রবেশের অভিযোগে একজনকে আটক করা হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে ঢুকে পড়ল চীনা সৈনিক
প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় চীনের এক সেনাসদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে ভারত।
শুক্রবার লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ এলাকা রেজাং লা থেকে চীনের এক সৈন্যকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।
বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় সেখানে মোতায়েন ভারতীয় জওয়ানরা তাকে আটক করে। কী কারণে ওই সেনা সীমান্ত পার করেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনা সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে।
গত মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ড থেকে চীনা সেনাকে আটক করা হয়েছে। এর আগে অক্টোবরে ডেমচক সেক্টর দিয়ে অনুপ্রবেশের অভিযোগে একজনকে আটক করা হয়েছিল।