করোনায় পোপের ব্যক্তিগত চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাব্রিজিও সকোরসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
রোববার সংবাদমাধ্যম এল ওজারভেটরি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
পোপের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ২০১৫ সালে সকোরসিক যোগদান করেন।
গত ২৬ ডিসেম্বর সকোরসিকে হাসপাতালে ভর্তি করা হয়। পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাত হয়েছিল তা জানা যায়নি।
গতরাতে ইতালির এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পোপ জানান, আগামী সপ্তাহ থেকে ভ্যাটিকানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তিনি নিজেও ভ্যাকসিন নেওয়ার কাতারে আছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় পোপের ব্যক্তিগত চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাব্রিজিও সকোরসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
রোববার সংবাদমাধ্যম এল ওজারভেটরি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
পোপের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ২০১৫ সালে সকোরসিক যোগদান করেন।
গত ২৬ ডিসেম্বর সকোরসিকে হাসপাতালে ভর্তি করা হয়। পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাত হয়েছিল তা জানা যায়নি।
গতরাতে ইতালির এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পোপ জানান, আগামী সপ্তাহ থেকে ভ্যাটিকানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তিনি নিজেও ভ্যাকসিন নেওয়ার কাতারে আছেন।