চীন ফের সেনা পাঠালে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত!
যুগান্তর ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ১৭:১২:৪৮ | অনলাইন সংস্করণ
শীতে লাদাখ সীমান্তে চীন ফের কোনো পদক্ষেপ নিলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে ভারত।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, শীতে চীন ফের কোনো পদক্ষেপ নিলে ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন। কারণ, ভারতের দিকে পরিকাঠামো চীনের মতো উন্নত নয়।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। শীতের আগেই লাদাখ থেকে চীন প্রায় ১০ হাজার সেনা সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে ভারত।
সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মোতায়েন ১০ হাজার সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি।
সেখানে এখনও দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশকে সরিয়েছে। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা এখনও কাটেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীন ফের সেনা পাঠালে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত!
শীতে লাদাখ সীমান্তে চীন ফের কোনো পদক্ষেপ নিলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে ভারত।
ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, শীতে চীন ফের কোনো পদক্ষেপ নিলে ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন। কারণ, ভারতের দিকে পরিকাঠামো চীনের মতো উন্নত নয়।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। শীতের আগেই লাদাখ থেকে চীন প্রায় ১০ হাজার সেনা সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে ভারত।
সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মোতায়েন ১০ হাজার সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি।
সেখানে এখনও দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশকে সরিয়েছে। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা এখনও কাটেনি।