নিউজিল্যান্ডের পার্লামেন্টে কুড়ালের আঘাত, দরজা ভাঙল দুর্বৃত্ত
যুগান্তর ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৯:০৯:১৩ | অনলাইন সংস্করণ
কুড়ালের আঘাতে নিউজিল্যান্ড পার্লামেন্টের দরজা ভেঙ্গে ফেলেছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।
গ্রীষ্মকালীন ছুটি থাকায় ওই সময় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না। এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার কোনো যোগসূত্র আছে কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এ ঘটনার পর পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডে এ ধরনের হামলার ঘটনা বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।
দেশটির পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বুধবার ৩১ বছর বয়সী হামলাকারীকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিউজিল্যান্ডের পার্লামেন্টে কুড়ালের আঘাত, দরজা ভাঙল দুর্বৃত্ত
কুড়ালের আঘাতে নিউজিল্যান্ড পার্লামেন্টের দরজা ভেঙ্গে ফেলেছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।
গ্রীষ্মকালীন ছুটি থাকায় ওই সময় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না। এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার কোনো যোগসূত্র আছে কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এ ঘটনার পর পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউজিল্যান্ডে এ ধরনের হামলার ঘটনা বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।
দেশটির পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বুধবার ৩১ বছর বয়সী হামলাকারীকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার।