দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে অ্যামিরেটস এয়ারলাইন্স
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
১৪ জানুয়ারি ২০২১, ২১:৪৯:৫৬ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করেছে অ্যামিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো ধরনের ফ্লাইট পরিচালনা করবে না। শুধু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নয়, পৃথিবীর সব দেশের সঙ্গে অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখবে।
বৃহস্পতিবার সকালে অ্যামিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে এমন ঘোষণা দেয়া হয়েছে। এয়ালাইন্স কর্তৃপক্ষ বলেছে, এ আদেশটি ১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। তবে দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে এ সময়ের পরে ফ্লাইট চলাচল চালু হবে কিনা অথবা বন্ধের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত যেসব যাত্রীর টিকিট বুকিং রয়েছে তারা অবশ্যই ট্রাভেল এজেন্সি কিংবা অ্যামিরেটস এয়ারলাইন্সে সেন্ডটন অফিসে যোগাযোগ করবেন। অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে কেন সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে এ বিষয়ে সেন্ডটন অফিসে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ রূপ নেয়ার কারণে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সাময়িকভাবে সব দেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে অ্যামিরেটস এয়ারলাইন্স
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করেছে অ্যামিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো ধরনের ফ্লাইট পরিচালনা করবে না। শুধু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নয়, পৃথিবীর সব দেশের সঙ্গে অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখবে।
বৃহস্পতিবার সকালে অ্যামিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে এমন ঘোষণা দেয়া হয়েছে। এয়ালাইন্স কর্তৃপক্ষ বলেছে, এ আদেশটি ১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। তবে দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে এ সময়ের পরে ফ্লাইট চলাচল চালু হবে কিনা অথবা বন্ধের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত যেসব যাত্রীর টিকিট বুকিং রয়েছে তারা অবশ্যই ট্রাভেল এজেন্সি কিংবা অ্যামিরেটস এয়ারলাইন্সে সেন্ডটন অফিসে যোগাযোগ করবেন। অ্যামিরেটস এয়ারলাইন্স দক্ষিণ আফ্রিকার সঙ্গে কেন সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে এ বিষয়ে সেন্ডটন অফিসে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ রূপ নেয়ার কারণে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সাময়িকভাবে সব দেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।