দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে তিন বাংলাদেশির মৃত্যু
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
১৫ জানুয়ারি ২০২১, ২২:১৫:৩৬ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে এবং ডাকাতের ছুরিকাঘাতে দু'জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান শহরে কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কামাল হোসেন নামে এক বাংলাদেশি।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরণ করেন কামাল হোসেন। তিনি কুমিল্লা জেলার বরুড়ার বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ১০টায় ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন আসাদ নামে আরেক বাংলাদেশি। দেশটির ফ্রি স্টেইট প্রদেশের ফেরিনাখান নামক এলাকায় কয়েকজন কৃষ্ণাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করে ডাকাতি করতে চাইলে আসাদ ডাকাতদের বাধা দেন।
এ সময় ডাকাতরা আসাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে আসাদ ঘটনাস্থলেই নিহত হন। আসাদের ছোটভাই ডাকাতের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত আসাদ নরসিংদীর বাসিন্দা।
অপরদিকে মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে আবদুল্লাহ নামের আরেক বাংলাদেশি নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে তিন বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে এবং ডাকাতের ছুরিকাঘাতে দু'জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান শহরে কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কামাল হোসেন নামে এক বাংলাদেশি।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরণ করেন কামাল হোসেন। তিনি কুমিল্লা জেলার বরুড়ার বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ১০টায় ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন আসাদ নামে আরেক বাংলাদেশি। দেশটির ফ্রি স্টেইট প্রদেশের ফেরিনাখান নামক এলাকায় কয়েকজন কৃষ্ণাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করে ডাকাতি করতে চাইলে আসাদ ডাকাতদের বাধা দেন।
এ সময় ডাকাতরা আসাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে আসাদ ঘটনাস্থলেই নিহত হন। আসাদের ছোটভাই ডাকাতের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত আসাদ নরসিংদীর বাসিন্দা।
অপরদিকে মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে আবদুল্লাহ নামের আরেক বাংলাদেশি নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা।