এবার ইমরান খানের মুখপাত্রের পদত্যাগ
ব্যক্তিগত মুখপাত্র নাদিম আফজাল চানের পদত্যাগপত্র গ্রহণে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পিটিআইয়ের এ নেতা ১৩ জানুয়ারি ইমরান খানের কাছে পদত্যাগ পাঠিয়েছিলেন বলে ডনসহ পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছিল।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান সংসদীয় বিষয়ক বিশেষ সহকারী নাদিম আফজাল চানের পদত্যাগ গ্রহণ করেছেন।
পদত্যাগের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি নাদিম আফজাল চান। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেও শাসকদল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ছেন না বলেও জানান তিনি।
এর আগে সরকারের নীতিগত বিভিন্ন বিষয়ে মতানৈক্যের জেরে গত বছর ইমরান খানের দুই বিশেষ সহকারী পদত্যাগ করেছিলেন।
তারা হলেন, ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা ও ডিজিটাল পাকিস্তান বিষয়ক বিশেষ সহকারী তানিয়া এইড্রাস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার ইমরান খানের মুখপাত্রের পদত্যাগ
ব্যক্তিগত মুখপাত্র নাদিম আফজাল চানের পদত্যাগপত্র গ্রহণে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পিটিআইয়ের এ নেতা ১৩ জানুয়ারি ইমরান খানের কাছে পদত্যাগ পাঠিয়েছিলেন বলে ডনসহ পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছিল।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান সংসদীয় বিষয়ক বিশেষ সহকারী নাদিম আফজাল চানের পদত্যাগ গ্রহণ করেছেন।
পদত্যাগের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি নাদিম আফজাল চান। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেও শাসকদল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ছেন না বলেও জানান তিনি।
এর আগে সরকারের নীতিগত বিভিন্ন বিষয়ে মতানৈক্যের জেরে গত বছর ইমরান খানের দুই বিশেষ সহকারী পদত্যাগ করেছিলেন।
তারা হলেন, ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা ও ডিজিটাল পাকিস্তান বিষয়ক বিশেষ সহকারী তানিয়া এইড্রাস।