দক্ষিণ আফ্রিকায় করোনা মহামারীর মধ্যে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
১৭ জানুয়ারি ২০২১, ০২:২৫:১৪ | অনলাইন সংস্করণ
ভয়াবহ করোনা মহামারীর মধ্যে দক্ষিণ আফ্রিকার সকল স্কুল খুলবে ১৫ ফেব্রুয়ারি। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
দেশটির বেসিক শিক্ষামন্ত্রী ডা. রেগিনা মাউলে শুক্রবার প্রিটোরিয়া নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
যদিও চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। পরবর্তীতে তা ২ সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারিতে খোলার সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনার এই মহামারীর মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হচ্ছে।
সকল স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।প্রতিটি ছাত্রের নিরাপত্তার জন্য সকল স্কুলে আলাদা মেডিকেল টিম কাজ করবে এবং সমাজিক দূরত্ব বজায় রেখে সকল স্কুলের ক্লাস সাজানো হবে।
সকল শিক্ষকদের শুরুতেই করোনার টিকা দেয়া হবে। মন্ত্রী দক্ষিণ আফ্রিকার ৯ টি প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরকে স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল ১৫ ফেব্রুয়ারি খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দক্ষিণ আফ্রিকায় করোনা মহামারীর মধ্যে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান
ভয়াবহ করোনা মহামারীর মধ্যে দক্ষিণ আফ্রিকার সকল স্কুল খুলবে ১৫ ফেব্রুয়ারি। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
দেশটির বেসিক শিক্ষামন্ত্রী ডা. রেগিনা মাউলে শুক্রবার প্রিটোরিয়া নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
যদিও চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। পরবর্তীতে তা ২ সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারিতে খোলার সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনার এই মহামারীর মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হচ্ছে।
সকল স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।প্রতিটি ছাত্রের নিরাপত্তার জন্য সকল স্কুলে আলাদা মেডিকেল টিম কাজ করবে এবং সমাজিক দূরত্ব বজায় রেখে সকল স্কুলের ক্লাস সাজানো হবে।
সকল শিক্ষকদের শুরুতেই করোনার টিকা দেয়া হবে। মন্ত্রী দক্ষিণ আফ্রিকার ৯ টি প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরকে স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল ১৫ ফেব্রুয়ারি খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।