আফগানিস্তানে নারী বিচারকদের লক্ষ্য করে হামলা
যুগান্তর ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ২০:০৩:১৭ | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাস স্টেশনের কাছে নারী বিচারকদের একটি গ্রুপকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দুই বিচারক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী এ হামলা চালায়। একটি নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে। এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানে ইদানীং হামলার ঘটনা বেড়েছে। দীর্ঘ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফেরাতে কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র, তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে।
প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।
কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফগানিস্তানে নারী বিচারকদের লক্ষ্য করে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাস স্টেশনের কাছে নারী বিচারকদের একটি গ্রুপকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দুই বিচারক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী এ হামলা চালায়। একটি নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে। এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানে ইদানীং হামলার ঘটনা বেড়েছে। দীর্ঘ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফেরাতে কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র, তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে।
প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।
কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।