দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের করোনা মৃত্যু
অনলাইন ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ১৯:২৮:৩২ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি। এমন চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার প্রশাসনে মহামারি মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন।
বুধবার শপথের পর বাইডেন বলেছেন, ‘এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতি সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের করোনা মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি। এমন চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার প্রশাসনে মহামারি মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন।
বুধবার শপথের পর বাইডেন বলেছেন, ‘এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতি সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’