ইউক্রেনের নার্সিংহোমে অগ্নিকাণ্ডে নিহত ১৫
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এই সেবাকেন্দ্রের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি বলেন, ভবনটিতে যখন আগুন লাগে, তখন সেটির ভেতরে ৩৩ জন ছিলেন।
দ্বিতীয় তলায় পুড়ে দগ্ধ হয়ে যাওয়া একটি জানালা দিয়ে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখেছেন ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিক। অগ্নিনির্বাপক কর্মীরা ক্ষতির মূল্যায়ন করছেন বলেও তিনি জানান।
১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।
অগ্নিকাণ্ডের ক্ষতি নিয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি। কতজন বেঁচে আছেন, কতজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে, সেই তথ্যও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আগুন ছড়িয়ে পড়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলা হয়েছে। প্রায় অর্ধশত অগ্নিনির্বাপণকর্মী এতে অংশ নিয়েছেন।
বৈদ্যুতিক হিটারের অপব্যবহারে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনের নার্সিংহোমে অগ্নিকাণ্ডে নিহত ১৫
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এই সেবাকেন্দ্রের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তিনি বলেন, ভবনটিতে যখন আগুন লাগে, তখন সেটির ভেতরে ৩৩ জন ছিলেন।
দ্বিতীয় তলায় পুড়ে দগ্ধ হয়ে যাওয়া একটি জানালা দিয়ে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখেছেন ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিক। অগ্নিনির্বাপক কর্মীরা ক্ষতির মূল্যায়ন করছেন বলেও তিনি জানান।
১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।
অগ্নিকাণ্ডের ক্ষতি নিয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি। কতজন বেঁচে আছেন, কতজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে, সেই তথ্যও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আগুন ছড়িয়ে পড়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলা হয়েছে। প্রায় অর্ধশত অগ্নিনির্বাপণকর্মী এতে অংশ নিয়েছেন।
বৈদ্যুতিক হিটারের অপব্যবহারে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।