নিজেদের পিছিয়ে থাকার কথা স্বীকার করলেন ভারতীয় সেনাপ্রধান
যুগান্তর ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৮:২৪:২৯ | অনলাইন সংস্করণ
সামরিক আধুনিকীকরণে নিজেদের পিছিয়ে থাকার স্বীকার করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
তার মতে, শত্রুপক্ষ যেই গতিতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে, সেই তুলনায় কিছুটা পিছিয়ে আছে ভারত। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রমের জন্য সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি খাতের পার্টনারশিপের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নারাভানে বলেন, বর্তমানে জাতীয় সুরক্ষার স্বার্থে যা যা প্রয়োজন, সবকিছু দেশে প্রস্তুত হচ্ছে না। ফলে সামরিক প্রয়োজনীয়তার খাতিরে কিছু সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এই মুহূর্তে দেশীয় অস্ত্র দেওয়া হচ্ছে জওয়ানদের।
ভারতে এখনও কেন সব অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাচ্ছে না, সেই প্রসঙ্গেও কথা বলেন মনোজ মুকুন্দ নারাভানে।
তিনি বলেন, অনেক সময় দরকারি প্রযুক্তি ভারতে পাওয়া যায় না। আবার উৎপাদন ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজেদের পিছিয়ে থাকার কথা স্বীকার করলেন ভারতীয় সেনাপ্রধান
সামরিক আধুনিকীকরণে নিজেদের পিছিয়ে থাকার স্বীকার করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
তার মতে, শত্রুপক্ষ যেই গতিতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে, সেই তুলনায় কিছুটা পিছিয়ে আছে ভারত। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রমের জন্য সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি খাতের পার্টনারশিপের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নারাভানে বলেন, বর্তমানে জাতীয় সুরক্ষার স্বার্থে যা যা প্রয়োজন, সবকিছু দেশে প্রস্তুত হচ্ছে না। ফলে সামরিক প্রয়োজনীয়তার খাতিরে কিছু সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এই মুহূর্তে দেশীয় অস্ত্র দেওয়া হচ্ছে জওয়ানদের।
ভারতে এখনও কেন সব অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাচ্ছে না, সেই প্রসঙ্গেও কথা বলেন মনোজ মুকুন্দ নারাভানে।
তিনি বলেন, অনেক সময় দরকারি প্রযুক্তি ভারতে পাওয়া যায় না। আবার উৎপাদন ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে।