ট্রাম্পের ওপর প্রতিশোধ নেবে ইরান
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরান বলেছে, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী ও আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে।’
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস থেকে বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। টুইট বার্তার সঙ্গে ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়।
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। বিদেশে বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সোলাইমানির নির্দেশেই পরিচালিত হতো।
গত বুধবার মেয়াদ শেষে হোয়াইট হাউজ ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি সোজা চলে যান ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে।
সূত্র: এএফপি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাম্পের ওপর প্রতিশোধ নেবে ইরান
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরান বলেছে, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী ও আদেশদাতাকে অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে।’
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস থেকে বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। টুইট বার্তার সঙ্গে ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। ছবিতে যুদ্ধবিমানের ছায়ায় ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়।
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে। বিদেশে বিপ্লবী বাহিনীর গোপন অভিযানগুলো সোলাইমানির নির্দেশেই পরিচালিত হতো।
গত বুধবার মেয়াদ শেষে হোয়াইট হাউজ ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি সোজা চলে যান ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে।
সূত্র: এএফপি