মেলানিয়া ট্রাম্পের ভিডিও আবারও ভাইরাল
ট্রাম্প যুগের অবসান ঘটেছে। হোয়াইট হাউস এখন জো বাইডেনের। সদ্য সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাভাবিকভাবেই হোয়াইট হাউস ছেড়েছেন।
ভিডিও চিত্রে দেখা যায়, স্বামী ট্রাম্প তাকে নিয়ে একটি পোজদেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই পোজ দিতে নারাজ মেলানিয়া। ট্রাম্পকে এড়িয়ে গিয়ে সরাসরি উঠলেন বিলাসবহুল গাড়িতে।
মেলানিয়ার এমন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই নজর কাড়ল মিডিয়ার। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়৷ সস্ত্রীক ট্রাম্প যখন সেখানে বিমান থেকে নামেন তখন তাদের ছেঁকে ধরে মিডিয়া৷ ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু মেলানিয়া স্বামীকে ছেড়ে এগিয়ে যান৷ গোটা ঘটনাটি হাসির খোরাকে পরিণত হয়।
সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে হাসি ঠাট্টা শুরু করেন।
সোশ্যাল মিডিয়ার একটি আনকোরা পেজ থেকে ওই আপলোড করা হয়। যেখানে মাত্র ৫ হাজার সাবস্ক্রাইবার। কিন্তু ওই ভিডিওর ভিউ ইতিমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে যায়। পরে ওই ভিডিওটি দ্য গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ জায়গা করে নেয়।
এমনকি ডোনাল্ড ও মেলানিয়ার মধ্যে বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে। অনেকেই বলছেন, হোয়াইট হাউসে যখন ট্রাম্প নির্বাচিত হয়ে আসেন, তখন মেলানিয়া তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন তিনি হোয়াইট হাউস ছেড়ে দিয়েছেন। তাই মেলানিয়াও স্বামীকে ছেড়ে নিজের পথে পা বাড়াতে চাইছেন। যদিও ওই তথ্যের সূত্র প্রকাশিত নয়। ট্রাম্প ভক্তরা ওই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন।
এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিভিন্ন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেলানিয়া ট্রাম্পের ভিডিও আবারও ভাইরাল
ট্রাম্প যুগের অবসান ঘটেছে। হোয়াইট হাউস এখন জো বাইডেনের। সদ্য সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাভাবিকভাবেই হোয়াইট হাউস ছেড়েছেন।
ভিডিও চিত্রে দেখা যায়, স্বামী ট্রাম্প তাকে নিয়ে একটি পোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই পোজ দিতে নারাজ মেলানিয়া। ট্রাম্পকে এড়িয়ে গিয়ে সরাসরি উঠলেন বিলাসবহুল গাড়িতে।
মেলানিয়ার এমন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই নজর কাড়ল মিডিয়ার। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়৷ সস্ত্রীক ট্রাম্প যখন সেখানে বিমান থেকে নামেন তখন তাদের ছেঁকে ধরে মিডিয়া৷ ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু মেলানিয়া স্বামীকে ছেড়ে এগিয়ে যান৷ গোটা ঘটনাটি হাসির খোরাকে পরিণত হয়।
সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে হাসি ঠাট্টা শুরু করেন।
সোশ্যাল মিডিয়ার একটি আনকোরা পেজ থেকে ওই আপলোড করা হয়। যেখানে মাত্র ৫ হাজার সাবস্ক্রাইবার। কিন্তু ওই ভিডিওর ভিউ ইতিমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে যায়। পরে ওই ভিডিওটি দ্য গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ জায়গা করে নেয়।
এমনকি ডোনাল্ড ও মেলানিয়ার মধ্যে বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে। অনেকেই বলছেন, হোয়াইট হাউসে যখন ট্রাম্প নির্বাচিত হয়ে আসেন, তখন মেলানিয়া তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন তিনি হোয়াইট হাউস ছেড়ে দিয়েছেন। তাই মেলানিয়াও স্বামীকে ছেড়ে নিজের পথে পা বাড়াতে চাইছেন। যদিও ওই তথ্যের সূত্র প্রকাশিত নয়। ট্রাম্প ভক্তরা ওই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন।
এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বিভিন্ন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে।