বাইডেনের সঙ্গে ‘চমৎকার সম্পর্কের’ আশা সৌদি আরবের
অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৬:৪৭:৩৮ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা প্রকাশ করেছে সৌদি আরব।
শনিবার আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরব নিয়মিত ওয়াশিংটনের সঙ্গে কথা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশাবাদী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে সৌদি আরব দৃঢ়, ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও বজায় থাকবে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদির সমালোচনা করেন। ২০১৯ সালে এ দেশটিকে ‘সামাজিকভাবে অনুন্নত’ বলে বর্ণনা করেছিলেন তিনি।
তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করা অব্যাহত রাখবে রিয়াদ।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে নিজেদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়।
সূত্র: এনবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাইডেনের সঙ্গে ‘চমৎকার সম্পর্কের’ আশা সৌদি আরবের
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে চমৎকার সম্পর্কের আশা প্রকাশ করেছে সৌদি আরব।
শনিবার আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরব নিয়মিত ওয়াশিংটনের সঙ্গে কথা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশাবাদী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সঙ্গে কাজ করে সৌদি আরব দৃঢ়, ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলেছে। এই ধারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও বজায় থাকবে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদির সমালোচনা করেন। ২০১৯ সালে এ দেশটিকে ‘সামাজিকভাবে অনুন্নত’ বলে বর্ণনা করেছিলেন তিনি।
তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করা অব্যাহত রাখবে রিয়াদ।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে নিজেদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়।
সূত্র: এনবিসি