বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান
অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ২২:৫৭:৩০ | অনলাইন সংস্করণ
বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে দুইদিন যুদ্ধবিমানের মহড়া দিয়েছে চীন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দেওয়ার পরই এমন মহড়া চালায় চীন।
শশনিবার দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের চারটি যুদ্ধবিমান ও আটটি বোমারু বিমান প্রবেশ করে। রোববার একই এলাকায় ১৫টি যুদ্ধবিমান ওড়ায় বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন ছয়টি জে-১০ ফাইটার, চারটি জে-১৬এস, দুটি এসইউ-৩০এস, একটি ওয়াই-১৮ পরিদর্শক বিমান এবং দুটি ওয়াই-৮ অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান পাঠিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আকাশ সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে, রেডিও সতর্কতা জারি করা হয়েছে এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণে আকাশ প্রতিরক্ষা ব্যভস্থা মোতায়েন করা হয়েছে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান
বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে দুইদিন যুদ্ধবিমানের মহড়া দিয়েছে চীন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দেওয়ার পরই এমন মহড়া চালায় চীন।
শশনিবার দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের চারটি যুদ্ধবিমান ও আটটি বোমারু বিমান প্রবেশ করে। রোববার একই এলাকায় ১৫টি যুদ্ধবিমান ওড়ায় বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন ছয়টি জে-১০ ফাইটার, চারটি জে-১৬এস, দুটি এসইউ-৩০এস, একটি ওয়াই-১৮ পরিদর্শক বিমান এবং দুটি ওয়াই-৮ অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান পাঠিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আকাশ সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে, রেডিও সতর্কতা জারি করা হয়েছে এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণে আকাশ প্রতিরক্ষা ব্যভস্থা মোতায়েন করা হয়েছে।’