লেবাননে বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু
ওয়াসীম আকরাম, লেবানন থেকে
২৫ জানুয়ারি ২০২১, ২১:৩৬:১৮ | অনলাইন সংস্করণ
লেবাননের রাজধানী বৈরুতে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৌটা গ্রামের আব্দুল লতিফ সরদার ও মাতা আমেনা খাতুনের কন্যা। লেবাননে তিনি রুবি আক্তার নামে পরিচিত ছিলেন।
শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিত ১২টায় বৈরুতে মারলিয়াজ এলাকায় ফারুক মসজিদের পাশে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৪ সালে তিনি লেবাননে আসেন। দুই বছর বৈধ থাকলেও বাকি বছরগুলো তিনি বৈধতা হারান।
এদিকে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী লেবানন প্রবাসী ওমর ফারুক মোল্লা জানান, রাত ১২টার দিকে তিনি খবর পেয়ে ছুটে আসেন। পরে খাটের নিচে দেলোয়ারার লাশ দেখতে পান। তিনি জানতে পারেন, গত কয়েক দিন তার শরীরে হালকা জ্বরসহ শরীরে কিছুটা ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে, অসুস্থতা এবং রাতে ঘুমানোর সময় খাট থেকে পড়ে গিয়ে ওখানেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন ওমর ফারুক।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় থানার সহযোগিতায় তার লাশ উদ্ধার করে হিমঘরে রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লেবাননে বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু
লেবাননের রাজধানী বৈরুতে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৌটা গ্রামের আব্দুল লতিফ সরদার ও মাতা আমেনা খাতুনের কন্যা। লেবাননে তিনি রুবি আক্তার নামে পরিচিত ছিলেন।
শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিত ১২টায় বৈরুতে মারলিয়াজ এলাকায় ফারুক মসজিদের পাশে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৪ সালে তিনি লেবাননে আসেন। দুই বছর বৈধ থাকলেও বাকি বছরগুলো তিনি বৈধতা হারান।
এদিকে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী লেবানন প্রবাসী ওমর ফারুক মোল্লা জানান, রাত ১২টার দিকে তিনি খবর পেয়ে ছুটে আসেন। পরে খাটের নিচে দেলোয়ারার লাশ দেখতে পান। তিনি জানতে পারেন, গত কয়েক দিন তার শরীরে হালকা জ্বরসহ শরীরে কিছুটা ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে, অসুস্থতা এবং রাতে ঘুমানোর সময় খাট থেকে পড়ে গিয়ে ওখানেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন ওমর ফারুক।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় থানার সহযোগিতায় তার লাশ উদ্ধার করে হিমঘরে রাখা হয়েছে।