হোয়াইট হাউসে বাইডেনের ‘চ্যাম্প’ ও ‘মেজর’
হোয়াইট হাউসে পৌঁছেছে জো বাইডেনের কুকুর চ্যাম্প ও মেজর। এই কুকুর এনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পোষ্য রাখার ভেঙে ফেলা ঐতিহ্য ফিরিয়ে আনা হলো।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বোরবার টুইট করা কয়েকটি ছবিতে পোষা প্রাণী দু’টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়।
সোমবার সিএনএনকে দেয়া এক বিবৃতিতে লা রোসা জানান, ‘চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।’
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের খেলার সঙ্গী ‘মেজর’ নামের কুকুরটি। নভেম্বরে নির্বাচনে জয়ের পর এই কুকুরকে পায়চারি করতে বেরিয়ে পড়ে আহতও হয়েছিলেন তিনি। ২০১৮ সালে এটিকে দত্তক নেন বাইডেন।
আর ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। অবশ্য এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা কালে হোয়াইট হাউসে তার সঙ্গী হয় চ্যাম্প। অন্যদিকে এবারই প্রথম হোয়াইট হাউসে পা রেখেছে ‘মেজর’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হোয়াইট হাউসে বাইডেনের ‘চ্যাম্প’ ও ‘মেজর’
হোয়াইট হাউসে পৌঁছেছে জো বাইডেনের কুকুর চ্যাম্প ও মেজর। এই কুকুর এনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পোষ্য রাখার ভেঙে ফেলা ঐতিহ্য ফিরিয়ে আনা হলো।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বোরবার টুইট করা কয়েকটি ছবিতে পোষা প্রাণী দু’টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়।
সোমবার সিএনএনকে দেয়া এক বিবৃতিতে লা রোসা জানান, ‘চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।’
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের খেলার সঙ্গী ‘মেজর’ নামের কুকুরটি। নভেম্বরে নির্বাচনে জয়ের পর এই কুকুরকে পায়চারি করতে বেরিয়ে পড়ে আহতও হয়েছিলেন তিনি। ২০১৮ সালে এটিকে দত্তক নেন বাইডেন।
আর ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। অবশ্য এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা কালে হোয়াইট হাউসে তার সঙ্গী হয় চ্যাম্প। অন্যদিকে এবারই প্রথম হোয়াইট হাউসে পা রেখেছে ‘মেজর’।